পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির মিট টুগেদার, দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান বুধবার সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি পঙ্কজ কুমার ধর ও সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত সভাপতি জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক জিএম আককাছ আলি। উল্লেখ্য গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নবনির্বাচিত পরিষদ ২০২৫ সালের জন্য নির্বাচিত হন। বুধবার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত পরিষদের কার্যক্রম শুরু হয়। নবনির্বাচিত পরিষদে রয়েছেন সভাপতি জিএম আব্দুস সাত্তার, সহ সভাপতি প্রশান্ত কুমার ঘোষ ও মোঃ আব্দুল মজিদ গাজী, সাধারণ সম্পাদক জিএম আককাছ আলি, যুগ্ম সম্পাদক মোঃ একরামুল হক বিশ্বাস, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক সঞ্চয় কুমার মন্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাশনা শারমিন আঁখি, লাইব্রেরি সম্পাদক বিজয় কৃষ্ণ মন্ডল, সদস্য মোঃ আমিনুল ইসলাম, রেহেনা পারভিন ও ভবরঞ্জন বৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শেখ লোকমান হোসেন, বিপ্লব কান্তি মন্ডল, কিশোরী মোহন, চিত্তরঞ্জন, সমীর কুমার বিশ্বাস, এফএমএ রাজ্জাক, মুজিবুর রহমান, সাইফুদ্দিন সুমন, শিবু প্রসাদ সরকার ও বেলাল উদ্দিন।