সর্বশেষ:

ovibashon mot binimoy sova

মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন মতবিনিময় সভা

ovibashon mot binimoy sova
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর উদ্যোগে “মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০ টায় কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের উত্তর খেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোঃ আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (উপসচিব) মোঃ শাহীনুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শিশির মোহাম্মদ বেলাল, পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান ও কয়রা উপজেলা জামায়াতে আমির মাওলানা মিজানুর রহমান। এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ ইউনুছ আলী, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, ঘুগরাকাটি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ সুজা উদ্দিন, বেসিনমিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসেন,বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ একেএম আজহারুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ সময় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে, জাপানে অভিবাসনের ক্ষেত্রে নিরাপদ ও বৈধ পন্থা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বক্তারা মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana