সর্বশেষ:

otirikto moddopane pach joner mrittu

অতিরিক্ত মদ্যপানে পাঁচজনের মৃত্যু, আইসিইউতে আরেকজন

otirikto moddopane pach joner mrittu
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

খুলনা মহানগরীতে অতিরিক্ত মদ্যপানে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শনিবার নগরীর বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছে।

এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর আশংকাজনক অবস্থা হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এস আই আবদুল হাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মেডিসিন। এর সাথে যুক্ত করা হতো চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট। যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যু বরণ করেন। ওই পাচজনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে বলে অনুমান করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana