
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে। গত এক মাসে সাতজন অনলাইন জুয়ার মাস্টার এজেন্টকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া ব্যাপক বিস্তার লাভ করেছে। যাতে আইনশৃঙ্খলার অবনতি ঘটছিল। এ পরিস্থিতি মোকাবিলায় পাইকগাছা ও কয়রা থানা পুলিশ এপ্রিল মাস থেকে জোরালো অভিযান শুরু করে।এক মাসের অভিযানে পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাতজনকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো কয়রা উপজেলার পাটনিখালী গ্রামের মোস্তফা বিশ্বাসের ছেলে মোঃ ইউনুস আলী (২৮)।একই এলাকার ফরিদ উদ্দীনের ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (২৬)। পাইকগাছার গজালিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে নাজমুল ইসলাম বাবু (২১) হরিদাসকাটি গ্রামের শেখ হাসান উল্লাহর ছেলে শেখ আক্তারুজ্জামান জনি (২৮) কমলাপুর গ্রামের সালাম সানার ছেলে মোঃ রায়হান সানা (৩২)। পৌরসভার ১নং ওয়ার্ডের আসাদুল ইসলামের ছেলে মোঃ আবির হোসেন (২৩) গজালিয়া গ্রামের রুহুল কুদ্দুস সরদারের ছেলে মোঃ আরাফাত হোসেন স্বপ্নীল (৩২) আটককৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা পরীক্ষার জন্য সিআইডি ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, “অনলাইন জুয়ায় জড়িত অনেক পরিবার নিঃস্ব হচ্ছে, এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। অনলাইন জুয়া বন্ধ করা না গেলে অপরাধ প্রবণতা ও সামাজিক অবক্ষয় আরও ভয়াবহ আকার ধারণ করবে।”আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার জানিয়েছে।