সর্বশেষ:

ogrim rin deyar name ghush dabi

অগ্রিম ঋণ দেওয়ার নামে ঘুষ দাবি

ogrim rin deyar name ghush dabi
Facebook
Twitter
LinkedIn

নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ব্রাক প্রগতি শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ঋণ প্রদানের নামে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন কার্যক্রম “প্রগতি” থেকে ঋণ নিতে গেলে ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ করেছেন এক গ্রাহক। ভুক্তভোগী রাসেল শেখ, যিনি তেরখাদা এরিয়াভুক্ত ব্রাক প্রগতি কলাবাড়িয়া শাখার সদস্য (সদস্য নম্বর: ৫০৯৬), ব্রাক প্রধান কার্যালয় ও নড়াইলের রিজিওনাল ম্যানেজার (আরএম), বিডিসি বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাসেল শেখ গত দুই বছর ধরে ব্রাক প্রগতি কর্মসূচির অধীনে ঋণ নিয়ে নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছেন। বর্তমানে তার ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। ব্রাকের মাঠকর্মী ইভানা বেগম ও এরিয়া ম্যানেজার ইমদাদুল ইসলামের নির্দেশে তিনি ২০২৪ সালের ১ ডিসেম্বর অগ্রিম তিনটি কিস্তির জন্য ৪২,২৭১ টাকা পরিশোধ করেন। এরপর, ৫ ডিসেম্বর তাকে নতুন করে ২ লাখ টাকা ঋণ মঞ্জুরের প্রতিশ্রুতি দেওয়া হয়, তবে শর্ত ছিল ২০ হাজার টাকা ঘুষ দিতে হবে। কিন্তু তিনি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে কর্মকর্তারা তাকে নানা অজুহাতে হয়রানি করতে থাকেন এবং ঋণ প্রদান নিয়ে টালবাহানা শুরু করেন।
কর্মকর্তাদের বক্তব্য

এ বিষয়ে মাঠকর্মী ইভানা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এটা এরিয়া ম্যানেজারের বিষয়, আমি কিছু বলতে পারবো না।” এরিয়া ম্যানেজার ইমদাদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “মাঠকর্মী ইভানা বেগম ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছেন, আমি কিছু জানি না।” প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগী রাসেল শেখ ব্রাকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana