সর্বশেষ:

ogni-songjog-o-marpiter-ghotonay-adalote-mamla

অগ্নি সংযোগ ও মারপিট ঘটনায় আদালতে মামলা

ogni-songjog-o-marpiter-ghotonay-adalote-mamla
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় চিংড়ী ঘেরের বাসায় অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন এবং মারপিট করে জখম করার ঘটনায় আদালতে মামলা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার লস্কর গ্রামের মৃত মুনিরুদ্দীন গাজীর ছেলে মোজাহার গাজী (৭৪) বাদি হয়ে প্রতিপক্ষ শাহআলম জোয়ার্দার সহ ১০ জন কে আসামি করে এ মামলা করেন।

মামলা ও প্রাপ্ত অভিযোগে জানা গেছে ২৬ -০৪-১৯৯৫ তারিখের ২০৬২ নং দলিল মূলে লস্কর মৌজায় ২.৩৪ একর খরিদা সম্পত্তি রয়েছে। নালিশী এ সম্পত্তি নিয়ে মোজাহার গাজীর সাথে একই এলাকার মৃত বক্স জোয়ার্দারের ছেলে শাহআলম জোয়ার্দার গংদের মধ্যে বিরোধ চলে আসছে। নালিশী জমিতে মোজাহার গাজী বাসাবাড়ি নির্মাণ করে শান্তি পূর্ণ ভাবে মৎস্য লীজ ঘের পরিচালনা করে আসছে। প্রতিপক্ষ শাহআলম গংরা গত শুক্রবার দুপুরে লীজ ঘেরে প্রবেশ করে লীজ ঘেরের বাসায় অগ্নি সংযোগ করে। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। এসময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা মোজাহার গাজী কে পিটিয়ে জখম করে। এতে বৃদ্ধ মোজাহার গাজীর মাথা ফেটে ফোলা জখম হয়। তাকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষরা পারুল রাণীকে ও লাঞ্ছিত করে। পরে স্থানীয় লোকজন আহত মোজাহার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় মোজাহার গাজী বাদি হয়ে শাহ আলম জোয়ার্দার সহ ১০ জনকে আসামি করে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। যার নং সিআর-১১৪/২০২৫। উল্লেখ্য এর আগে ও প্রতিপক্ষদের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা করা হয়। যার নং সিআর-৭০/২০২৫।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana