সর্বশেষ:

oggan partir khoppore pore sorbosso haralo

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালো

oggan partir khoppore pore sorbosso haralo
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালো জিয়াউর রহমান(৫৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী। মঙ্গলবার আনুমানিক দশটার দিকে ব্যাস্ততম শহর পাইকগাছা জিরো পয়েন্ট অস্থায়ী বাস স্ট্যান্ডে অচেতন অবস্থায় পড়ে থাকেন জিয়াউর রহমান নামের এক কাঁচামাল ব্যবসায়ী।সাবেক কাউন্সিলর এসএম মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় লোকজন রাত দশটার দিকে লোকটিকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অচেতন অবস্থায় লোকটি পাইকগাছা জিরো পয়েন্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয়রা জানান লোকটা খুলনা শহর থেকে কাঁচামাল বিক্রয় করে পাইকগাছার পাশ্ববর্তী কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ফতেকাটি গ্রামে বাড়ি ফিরছিলেন।খুলনা-পাইকগাছার পথিমধ্যে বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারান তিনি। স্থানীয়রা ধারনা করছেন বাসের ভেতর অজ্ঞান পার্টিরা লোকটিকে কোন এক খাবারের সাথে পয়জনিং জাতিয় কিছু খাওয়ায় দিয়ে তার কাছে থাকা নগদ অর্থ হাতিয়ে নিয়ে লাপাত্তা দিয়েছে।

প্রতিনিয়ত এমন ঘটনা খুলনা-পাইকগাছা ও কয়রা রুটে ঘঠছে দেদারসে।খুলনা থেকে চুকনগর, আঠারো মাইল, কপিলমুনি পর্যন্ত ভয়ংকর এর মধ্যে এই অজ্ঞান পার্টি বিভিন্ন পন্থায় তাদের কাজ হাসিল করে চলে যাচ্ছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইব্রাহীম গাজী জানান,লোকটিকে যখন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। আমারা লোকটাকে ভর্তি করে তাকে চিকিৎসা সেবা প্রদান করি।

পাইকগাছা উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহেরা নাজনীন‌ এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি তবে বিষয়টি দুঃখজনক। ঈদের সময় সকলকে সচেতন হতে হবে।এই সময়ে প্রতিটি জায়গায় দুষ্টু লোকের আনাগোনা থাকবে। প্রশাসন কে সবাই সহযোগিতা করবেন এবং এদের কে ধরিয়ে দিতে সহায়তা করবেন বলে তিনি সাংবাদিকদের মাধ্যমে সতর্ক করেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান পাইকগাছা-কয়রার ব্যবসায়ী ও সাধারণ মানুষের বারবার সতর্ক করার পাশাপাশি প্রতিটি হাটবাজার সহ গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ ডিউটি করছে। আমরা মঙ্গলবার রাতে সংবাদ পাওয়া মাত্র সেখানে পুলিশ যেয়ে স্থানীয় লোকজনের সাথে নিয়ে জিয়াউর রহমান কে হাসপাতালে ভর্তি করানো হয় এবং তার চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana