
পার্থ মন্ডল :
পাইকগাছা উপজেলার পল্লীতে দেলুটি ইউনিয়নের মধুখালী জামতলা বাজারে সত্য স্মরণ সরকার এর বাড়িতে। ঘটনাটি ঘটেছে,৩০ এপ্রিল ২০২৫ ইং গভীর রাতে।
ভুক্তভোগীরা বলেন,চোর সিন্ডিকেট চক্র,বাড়ির পিছন দিক থেকে দরজা খুলে ঘরের ভিতর পরিবেশ করে। ঘরে ঢুকে পরিবারের উপর চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে ঘরের ভিতর থেকে মালামাল টাকা-পয়সা ও মোবাইল চুরি করে নিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, এলাকায় ব্যাপক হারে চুরি সংগঠিত হচ্ছে। পুলিশের টহল নিয়মিত না থাকায় চোর সিন্ডিকেট চক্র প্রতি রাতেই কোথাও না কোথাও ছুরি ও এলাকায় বাসা বাড়ি, ঘের, দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে চুরি ও লুটপাট করছে।
এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। তবে অভিযোগ করবেন বলে ভুক্তভোগী পরিবার জানান।