সর্বশেষ:

বরগুনা প্রতিনিধি

অফিসার ইনচার্জ হিসেবে তুষার কুমার মন্ডল যোগদানের পর মাত্র ছয় মাসে বামনা থানার নতুন চিত্র:

বরগুনা প্রতিনিধি
Facebook
Twitter
LinkedIn

বরগুনা প্রতিনিধি :-থানায় প্রবেশ করতেই বামহাতে দেখতে পাবেন দুটো চকচকে ফ্লাগস্ট্যান্ড,ডানহাতে মসজিদের নতুন টিনের ছাউনি এবং তারপরই নব্য নির্মিত ডাইনিং। একটু অগ্রসর হলে ডানে অফিসারদের বসার বিশাল কক্ষ সাথে হাজতখানা ও মালখানা। একটু ফিরে গিয়ে পাবেন অফিসার ইনচার্জ এর বড়ো রুম এবং আরো একটু সামনে গিয়ে পাবেন গাড়ি রাখার বিশাল গ্যারেজ। তার বিপরীত দিকে আছে সরকারিভাবে নির্মিত ফোর্স ব্যারাক।

অফিসার ইনচার্জ হিসেবে তুষার কুমার মন্ডল যোগদানের পর মাত্র ছয় মাসের মধ্যে তিনি থানার চেহারাই বদলে দিয়েছেন। অথচ প্রায় অর্ধ যুগ আগে পরিত্যক্ত ভবনে মৃত্যু যুকি নিয়ে চলতো থানার কাজ।প্রতি নিয়ত ঝরে পড়তো পুরাতন ভবনের ছাদ ও দেয়ালের অংশ। থানা শুধু পুলিশের জন্য নয় বরং সকল সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একটু সদিচ্ছা ও পরিশ্রম বদলে দিয়েছে বামনা থানার পরিবেশ। থানার সকল অফিসার ও ফোর্সদের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana