সর্বশেষ:

obsor prapto bgb sodosser mrittu

এ্যাম্বুলেন্সের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

obsor prapto bgb sodosser mrittu
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি  

খুলনার পাইকগাছায় এ্যাম্বুলেন্সের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি’র হাবিলদার আমজেদ সরদার (৭০) নামের এক জনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে গদাইপুরের পুরাইকাটির মৃতঃ মাদার সরদারের ছেলে অবসরপ্রাপ্ত বিজিবি’র হাবিলদার আমজাদ সরদার ভ্যানযোগে গদাইপুর ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে ভ্যানটি গদাইপুর ফুটবল মাঠের কাছে পৌঁছাতে সড়কের সামনের অন্য একটি যাত্রিবাহী ভ্যান পাস কাটিয়ে উঠার সময় পিছন থেকে একটি খুলনাগামী এ্যাম্বুলেন্স সজোরে ধাক্কা দিলে আমজাদ পিচের রাস্তার উপর ছিটকে পড়েন। এতে তার মাথা ও পায়ে গুরুতর ভাবে জখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালের ভর্তি করার পরামর্শ দেন। পরবর্তীতে খুমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দু’ছেলে ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবারর কোন অভিযোগ বা মামলা করেনি।

থানার ইন্সপেক্টর (তদন্ত) ইদ্রীসুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু অবসর বিজিবি কর্মকর্তার পরিবারের অনাপত্তিপত্র পেয়ে আমরা খুলনা সোনাডাঙ্গা থানায় বার্তা প্রেরণ করেছি। তিনি আরো বলেন, এখন মরদেহ পোষ্ট মর্টেম হবে কিনা সেটা ওই থানার সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana