খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদী থেকে গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে কপোতাক্ষ নদী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার মদিনাবাদ গ্রামের জি. এম. সাহেব আলীর ছেলে জি. এম. হারুনার রশীদ (৩৫), লোকা গ্রামের মো. মোস্তফা ঢালীর ছেলে মো. মেহেদী হাসান (২৫), মদিনাবাদ গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. রিয়াজ হোসেন (২১) এবং আংটিহারা গ্রামের মো. আ. হাইয়ের ছেলে মো. দিদারুল ইসলাম। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এবং মুচলেকা নেওয়া হয়। জানা গেছে, কয়রা উপজেলার কপোতাক্ষ নদী থেকে গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন খবর পেয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকি কয়রা থানা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘন করায় তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকি। এসময় কয়রা থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।