সর্বশেষ:

manob bondhon

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন পালন

manob bondhon
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

২৬ জুলাই, ২০২৫, খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক ধারালো অস্ত্রের আঘাতে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সর্বস্তরের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: শাহরিয়ার হাসান রিফাত, মো: জাহিদ হাসান, আইন বিভাগের ৪র্থ বর্ষের ফরহাদ হাসান নাহিদ ও দ্বিতীয় বর্ষের নাহিয়ান চৌধুরী। শিক্ষার্থীরা তাদের বক্তৃতায় বলেন ৫ আগস্ট দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর কিভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর এরকম নেক্কারজনক হামলা চালাতে পারে।

তারা এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলার সাথে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ধরে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসন এ কাজে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ২৫ জুলাই সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের উপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana