বিশেষ প্রতিনিধি:
আজ ২৭ নভেম্বর, ২০২৪ তারিখ বুধবার সকালে নড়াইল জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে একটি মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান। এসময়ে নড়াইল জেলার পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রশিদ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জনাব আবুল বাসার আল মামুনসহ সংশ্লিষ্ট অংশীজনবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল-এর সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম৷
প্রধান অতিথির বক্তব্যে নড়াইলের যুবসমাজসহ নানা বয়সী জনসাধারণের মাঝে ও বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের বিস্তার প্রতিরোধের ব্যাপারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। এসময়ে মাদকের বিরুদ্ধে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থার কঠোর ভূমিকাই নয়, বরং একইসাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং প্রতিটি পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রের কর্ণধারসহ নড়াইলের সর্বস্তরের জনগণের সর্বোচ্চ সতর্কতাও কামনা করেন তিনি। বিশেষ করে অভিভাবকদের প্রতি নিজ সন্তানদের মনোভাব, তাদের আচরণ কিংবা মনোজগতের দৃশ্যমান পরিবর্তন, দৈনন্দিন গতিবিধি, অনলাইন কার্যকলাপ ও কাছের বন্ধু-বান্ধবের পরিচিতি ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা রাখার পরামর্শ দেন জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।