প্রেস বিজ্ঞপ্তিঃ
নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি পুলিশ পরিদর্শক (মোঃ শাহাদারা খান পিপিএম,) এর তত্ত্বাবধানে এসআই মো: টিটু আলী , এএসআই মো: কামরুজ্জামান, এএসআই শেখ কামরুজ্জামান,সঙ্গীয় ফোর্স সহ নড়াইল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে নড়াইল সদর থানার পৌরসভাধীন ৫ নং ওয়ার্ডের ভওয়াখালী গ্রামস্থ মিতালী সংঘের পিছনের গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামি ১/ মো: সুমন শেখ (২৫) পিতা মো: শহিদুল শেখ , সাং- ভওয়াখালী, থানা-নড়াইল সদর , জেলা- নড়াইল এর দখল হইতে ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ অদ্য ইংরেজি ০২-০২-২৫ তারিখ ১৫:২৫ ঘটিকার সময় ঘটনাস্থল হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।