সর্বশেষ:

norail kaliyay zela proshasoker motbinimoy sova

নড়াইলের কালিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

norail kaliyay zela proshasoker motbinimoy sova
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া প্রতিনিধি, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় সুধিজন ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর(সোমবার)সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুধীসমাজ উপস্থিত ছিলেন। নবাগত জেলা প্রশাসক ড. আবদুল সালাম তাঁর বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কার্যক্রম এবং সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “উপজেলার উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বাড়াতে সকলের সমন্বিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রাশেদুজ্জামান রাশেদ। এসময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা উপসহকারী ভূমি মিশনার শ্রাবনী বিশ্বাস, কালিয়া উপজেলার বিএনপি ও জামায়াতে ইসলামী-এর প্রতিনিধিবৃন্দ, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় উপজেলার চলমান সমস্যা, সেবা কার্যক্রম, জনদুর্ভোগ, অবকাঠামোগত উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনকল্যাণমূলক বিষয়গুলো নিয়ে জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বিভিন্ন উন্নয়নবিষয়ক চাহিদা তুলে ধরে দ্রুত সমাধানের প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত সবার মতামত গ্রহণ করে সমন্বিত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana