
মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া প্রতিনিধি, নড়াইল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম।সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা, বাগুডাঙ্গা, পাখিমারা ও আশপাশের কয়েকটি গ্রামে টানা গণসংযোগ ও পথসভা করেন। দিনব্যাপী নির্বাচনী প্রচারনা ঘিরে সমগ্র এলাকায় এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সকালের শুরুতেই পহরডাঙ্গা বাজার এলাকাসহ বিভিন্ন সড়কে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যানার–ফেস্টুন, মিছিল এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গ্রাম–পাড়া। এরপর বাগুডাঙ্গা ও পাখিমারা এলাকায় পৃথক পৃথক পথসভায় উপস্থিত হয়ে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলেন।
পথসভাগুলোতে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন— “নড়াগাতী-কালিয়ার মানুষ বহুদিন ধরে অবহেলিত। এ জনপদের রাস্তাঘাট, কৃষি ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান—সবখানে উন্নয়নের ব্যাপক প্রয়োজন রয়েছে। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে জনগণের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার প্রথম দায়িত্ব।”
তিনি নড়াগাতী থানার কৃষকদের ন্যায্যমূল্য অর্জন, ধান–পাট–সবজির বাম্পার উৎপাদন সুরক্ষা, খালের পানি ব্যবস্থাপনা, গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং বাজারগুলোর নিরাপত্তা জোরদারের অঙ্গীকার করেন। এছাড়াও যুবসমাজের জন্য কর্মসংস্থানমুখী প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতিও দেন তিনি। পথসভা ও গণসংযোগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের শত শত নেতা–কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। প্রতিটি এলাকায় নেতাকর্মীদের স্লোগানে পুরো জনপদে চাঙা হয়ে ওঠে নির্বাচনী আমেজ। স্থানীয় মহল মনে করছে, এ গণসংযোগ এলাকায় নতুন রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে।
সারাদিনের প্রচারণায় সাধারণ মানুষের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। কৃষক, বয়স্ক ভোটার থেকে শুরু করে তরুণেরা পর্যন্ত প্রার্থীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে নিজেদের সমস্যার কথা জানান। অনেকেই উন্নত সড়ক, শিক্ষা সুযোগ বৃদ্ধি ও কৃষি সহায়তার দাবি তুলে ধরেন। দিনব্যাপী গণসংযোগ শেষে সন্ধ্যায় পাখিমারা ইউনিয়নে শেষ পথসভা করেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নড়াগাতী থানায় বিএনপি প্রার্থীর এ গণসংযোগ নির্বাচনী মাঠে উল্লেখযোগ্য গতি ও শক্তি যোগ করেছে।















