
নড়াইল প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় নড়াইলের পুরাতন বাসটার্মিনাল এলাকায় সংগঠনটি মশাল মিছিল বের করে।
বিক্ষোভকারীরা অবিলম্বে ওসমান হাদীর ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করেন।মশাল মিছিলে উপস্থিত ছিলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, জুলাইযোদ্ধা ও সংগঠনের মুখ্য সংগঠক তুহিন মোল্যা, জুলাই আন্দোলনের সংগঠক সামিরা খানম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়েত উল্লাহ, মুখপাত্র নুসরাত জাহান, যুগ্ম সদস্য সচিব আকাশ শেখ, যুগ্ম আহ্বায়ক নয়ন শেখ, সংগঠক রাশেদুল ইসলাম, আরিফুল হাসান রাব্বি, তন্ময় রেজা, আহসান হাবিব, সাইফুল ইসলাম, ওয়াহিদ এবং আহত জুলাইযোদ্ধা হৃদয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তুহিন মোল্যা, সামিরা খানম ও শাফায়েত উল্লাহ। বক্তারা হাদীর ওপর হামলাকে বর্বরোচিত ও নিন্দনীয় উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।















