সর্বশেষ:

নড়াইল–১ ও নড়াইল–২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি জামায়াত প্রার্থীদের

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল জেলার দুইটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন—নড়াইল–১ ও নড়াইল–২ আসনে ১১ দলীয় জোট থেকে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দলীয়ভাবে এই প্রার্থী ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘোষণা অনুযায়ী, নড়াইল–১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ কায়সার। অপরদিকে নড়াইল–২ আসনে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনাব মো. আতাউর রহমান বাচ্চুকে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তি, মাঠপর্যায়ের মতামত এবং জোটগত সমন্বয়ের ভিত্তিতে এই দুই আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ১১ দলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ জানান, ঘোষিত প্রার্থীরা শিগগিরই নিজ নিজ নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা, মতবিনিময় ও গণসংযোগ কার্যক্রম শুরু করবেন। একই সঙ্গে ভোটারদের কাছে দলের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী বার্তা তুলে ধরার প্রস্তুতিও চলছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নড়াইল–১ ও নড়াইল–২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জোটের রাজনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান হলো। এতে জেলার নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন তারা।

১১ দলীয় জোটের অংশ হিসেবে জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। নড়াইল জেলার দুইটি আসনেই ঘোষিত প্রার্থীদের ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক আলোচনা ও কৌতূহল বৃদ্ধি পেয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana