মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল
নড়াইল-১ (৯৩) আসনে সাধারণ মানুষের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য দিয়ে তাঁর প্রার্থিতা নিয়ে সৃষ্ট সকল জটিলতার অবসান ঘটেছে এবং নড়াইল-১ আসনে নির্বাচনী মাঠে তাঁর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নড়াইল-১ আসনের মনোনয়ন সংক্রান্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন আইনগত সব দিক বিবেচনা করে লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পরদিন থেকেই তিনি নড়াইল-১ আসনের বিভিন্ন এলাকা ঘুরে মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে এবং বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় জনগণ জানান, একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির স্বতন্ত্র প্রার্থী হিসেবে লে. কর্নেল (অব.) সাজ্জাদ হোসেনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন ক্রমেই বাড়ছে। নির্বাচনী মাঠে তাঁর সক্রিয় উপস্থিতি নড়াইল-১ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন।