সর্বশেষ:

noragati thana jubodoler motbinimoy sova

নড়াগাতী থানা যুবদলের মতবিনিময় সভা

noragati thana jubodoler motbinimoy sova
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলে নড়াগাতী থানা যুবদলের আয়োজনে শুক্রবার বিকালে নড়াগাতী থানা দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় থানার বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াগাতী থানা যুবদলের আহবায়ক সৈয়দ মিজান মীরের সভাপতিত্বে থানা যুগ্ম আহবায়ক মোস্তাক চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা যুবদলের আহবায়ক চৌধুরী সাকায়েত হোসেন (ঝুনু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা শ্রমিক দলের আহবায়ক মমিন খান, নাড়াগতী থানা ছাত্রদলের সদস্য সচিব মাফিজুর রহমান।
বক্তব্য রাখেন, পহরডাঙ্গা যুবদলের সাবেক আহবায়ক এসএম নূরেআলম সাজ্জাদ (নয়ন), পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক কালাম সরদারসহ বিভিন্ন ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের নেতা- কর্মীরা। বক্তব্যে বলেন, নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাত কে শক্তিশালী করতে নড়াগাতী থানা যুবদল মাঠে দলীয় কার্যক্রমে ভূমিকা রাখছে।

আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ক্ষমতায় আনতে নড়াইল সংসদীয় আসনে নড়াগাতী থানা যুবদলের ভূমিকা রাখবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana