সর্বশেষ:

nokol sigaret soho bagerhate jubok greftar

মোরেলগঞ্জে ৫ হাজার নকল সিগারেটসহ বাগেরহাটের যুবক গ্রেফতার

nokol sigaret soho bagerhate jubok greftar
Facebook
Twitter
LinkedIn

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ হাজার শলাকা নকল ডারবি সিগারেটসহ রুবেল তালুকদার ওরফে সৈকত(২৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রুবেল বাগেরহাট সদর থানার অর্জুন বহর গ্রামের নুর ইসলাম তালুকদারের ছেলে। বুধবার রাত ৯টার দিকে থানা পুলিশ তাকে নকল ডারবি সিগারেটসহ গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশের এসআই বিএম বদিউজ্জামান বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এ(বি) ধারায় মামলা দায়ের করেছেন। রুবেলকে গত বৃহস্পতিবার বাগেরহাট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

nokol sigaret soho bagerhate jubok greftarr

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, কাগজে ছাপানো নকল ব্যান্ডরোলযুক্ত ডারবি সিগারেট বাজারজাত করার জন্য এক যুবক মোরেলগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশরে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে স্থানীয়দের সম্মুখে তার সাথে থাকা বস্তা তল্লাশি করে ৫০০ প্যাকেটে ৫ হাজার শলাকা নকল ডারবি সিগারেট জব্দ করা হয়।

ডারবি’র পরিবেশক ব্রিটিশ-আমেরকিান টোব্যাকো কোম্পনীর মোরেলগঞ্জ-শরণখোলার পরিবেশক কেএম মাসুদ করিম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ডারবি সিগারেটের নামে নকল ব্যান্ডরোল ছাপিয়ে তা বাজারজাত করে আসছে। কর্তৃপক্ষেরে সাথে আলোচনা করে ক্রেতা সেজে ওই চক্রের সদস্য রুবেলকে হাতেনাতে ধরা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana