সর্বশেষ:

nogorgatite ostrer mukhe jimmi kore durdhorsho dakati

নড়াগাতীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি 

nogorgatite ostrer mukhe jimmi kore durdhorsho dakati
Facebook
Twitter
LinkedIn

কালিয়া (নড়াইল)  

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের হরিশপুর গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরের গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির মালিককে জিম্মি করে হাত মুখ বেধে নগদ টাকাসহ ১০ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে হরিশপুর গ্রামের স্কুল শিক্ষক সাইদুর রহমানের বাড়ীতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে সংঘবদ্ধ ডাকাত দল একতলা পাঁকা ভবনের গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে স্কুল শিক্ষক সাইদুর রহমান ও তার স্ত্রীকে এবং মেয়েদেরকে  জিম্মি করে নগদ ১২ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমরা খবর পেয়ে এসে জানতে পারি সাইদুর স্যারের বাড়িতে রাতে ডাকাতি হয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা থানায় এখনো লিখিত অভিযোগ করেননি। ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana