ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় ভদ্রা নদীর জোয়ারের বানে ডুবে রামপ্রসাদ রায় (৩৮) নামের এক ভ্যান শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ভান্ডার পাড়া ইউনিয়নের কাঞ্চন নগর খেয়াঘাট এলাকায় এ ঘটনা গত সোমবার দুপুরে ঘটেছে বলে পুলিশ ও পরিবার নিশ্চিত করেছেন।
সূত্র জানান, উপজেলার খড়িবুনিয়া গ্রামের শিবপদ বিশ্বাসের ছেলে রামপ্রসাদ রায়(৩৮) বটিয়াঘাটা উপজেলার বয়ারভাঙ্গা গ্রামের শ্বশুরবাড়ি থেকে দুপুরে নিজ বাড়ি ফিরছিলেন।
খেয়া ঘাটে পৌঁছে দেখেন নদীতে ভাটা চলছে। নদী ভরাট হওয়ার চর পড়েযাওয়ার কারণে খেয়ানৌকা বন্ধ রয়েছে। খেয়া পার হতে জোয়ারের সময় ছাড়া সম্ভব নয়। কাজে দেরি হবে বলে তিনি পায়ে হেঁটে নদীর চর ভেঙ্গে পার হতে চেষ্টা করেন।
এরপর তিনি নদীর চরে নেমে হাঁটতে হাঁটতে নদীর মাছ বরাবর এসে ক্লান্ত হয়ে পড়েন। ইতিমধ্যে হঠাৎ নদীতে জোয়ারের বান আসে। এ সময় তিনি সাঁতার দেয়ার চেষ্টা করেন। পা দুটি নদীর চরের মাটিতে আটকে যাওয়ায় তিনি সাঁতার দিতে ব্যর্থ হন। মুহূর্তের মধ্যে নদীতে জোয়ারের পানি ভরে যায়।
এদিকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খেয়া ঘাটে খোঁজ নিতে আসেন। উপস্থিত খেয়া ঘাটের লোকজন জানান তিনি পায়ে হেঁটে নদী পার হতে চেষ্টা করছিলেন। নদীতে তার পায়ের স্যান্ডেল ভাসতে দেখে সকলেই তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজার পর না পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় দু’ঘণ্টা নদীতে চেষ্টার পর তাকে পানির নীচ থেকে উদ্ধার করেডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।