
পাইকগাছা (খুলনা )প্রতিনিধি
খুলনার পাইকগাছায় জলাবদ্ধতা নিরসন এবং শিবসা নদী ও খাল খননের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে উপজেলা পানি কমিটির আয়োজনে এবং এনজিও সংস্থা ‘উত্তরণ’-এর বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সাদেকুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— পানি কমিটির সভাপতি সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, রিপোটার্স ইউনিটির সভাপতি জি. এম. মিজানুর রহমান মিজান, উত্তরণের অ্যাডভোকেসি কর্মকর্তা ফয়সাল মণ্ডল, ডি.আর-আর অ্যান্ড ওয়াশ কর্মকর্তা দীপন মুখার্জী, সিডিও কর্মকর্তা কামরান খান, সুকৃতি মোহন সরকার ও জামশেদ হোসেন।















