
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন নির্বাচন সরকারের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন কে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর করা। তিনি বলেন এই নির্বাচনটা আমাদের জন্য খুবই প্রয়োজন। নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়, তাহলে যে ধাক্কা আসবে তা সামলানোর মতো ক্ষমতা হয়তো আমাদের কারো থাকবে না। সকলের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে এসপি মাহবুবুর রহমান বলেন নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা থাকবে। সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে।
গণভোট প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন গণভোট নির্বাচনের একটা অংশ। এজন্য সরকারের পাশাপাশি গণভোট নিয়ে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন পুলিশ কাউকে অহেতুক গ্রেফতার করবে না, যদি কেউ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে যারা ফ্যাসিস্ট, মানুষ কে কষ্ট দিয়েছে, দেশকে বিপর্যয়কর অবস্থায় নিয়ে গেছে তাদের কোন মাফ নাই। এসপি মাহবুবুর রহমান গণ-অভ্যুত্থানের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলেন গণঅভ্যুত্থান না হলে আমি এসপি হয়ে এখানে আসতে পারতাম না, বিগত দিনে আমরা কমবেশি সবাই ভিকটিম ছিলাম। যাদের আত্মত্যাগে আমরা কথা বলার জন্য সুন্দর পরিবেশ পেয়েছি এ বিষয়টি সবাই কে মনে রাখতে হবে।
মাদক, অস্ত্র, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কোন ছাড় নয় বলে হুশিয়ারী দেন। তিনি ১০ জানুয়ারি শনিবার দুপুরে খুলনার পাইকগাছা থানা চত্বরে নির্বাচন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সূধীসমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল আমীর হামজা। ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক গাজী রুহুল আমিন, প্রধান শিক্ষক আনিসুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, জামায়াত নেতা জিএম আসাদুল হক, ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নূর আহমদ, অ্যাডভোকেট এস্কেন্দার, সাইফুদ্দিন সুমন, সাংবাদিক এম মোসলেম উদ্দিন আহমেদ, জিএম মিজানুর রহমান, আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, শফিউল ইসলাম, আবুল হাশেম, জিয়া উদ্দিন নায়েব, শিক্ষক বাহারুল আলম, আলহাজ্ব মুরশাফুল আলম, শিবিরের জেলা সভাপতি তারিক মাহমুদ ও গাজী তানভীর আহমেদ।















