সর্বশেষ:

পাইকগাছায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে – খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক দলীয় শাসন ব্যবস্থা কে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন বলেই আজ বিভিন্ন রাজনৈতিক দল এ দেশে রাজনীতি করতে পারছে । তিনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থা ও বিএনপি প্রবর্তন। মনিরুজ্জামান মন্টু বলেন আওয়ামী লীগ গনতন্ত্রের কথা বললেও তারা কোন সময় এদেশে গনতান্ত্রিক ব্যবস্থা চাইনি, এজন্য তারা তত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রবর্তন করেছিল। তিনি বলেন বিপুল আত্মত্যাগের বিনিময়ে এ জাতি স্বাধীনতা অর্জন করেছে।

মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেলে জাতি আমাদের কখনো ক্ষমা করবে না। তিনি আরো বলেন দেশের মানুষের সাথে বেঈমানী করে বিএনপি কখনো কোন অপশক্তির সাথে আপোষ করেনি। ভবিষ্যতে ও কখনো করবে না। বিদেশীরা আমাদের বন্ধু হতে পারে তবে প্রভু নয় উল্লেখ করে তিনি বলেন নির্বাচিত সরকার ছাড়া দেশে শান্তি সম্ভব নয়, যারা শান্তি চাই না, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মী সহ জনগণের প্রতি আহবান জানান। তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের ভোট দিতে এলাকার ঢাবি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বুধবার বিকালে পাইকগাছা পৌরসভা মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ-সব কথা বলেন।

উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক এবং যুগ্ম আহবায়ক আবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, শেখ শামসুল আলম পিন্টু, উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি ও এসএম মোহর আলী। উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আহবায়ক, সভাপতি, সম্পাদক ও সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু দলীয় নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং মধুমিতা পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana