পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা থানা পুলিশ ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা সৃষ্টির মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। রোববার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ২০২০ সালের ৯ অক্টোবর নির্বাচনী প্রচারের জন্য খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে পাইকগাছার প্রবেশদার হতে আনার উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীরা পৌরসভা জিরো পয়েন্টে উপস্থিত হন। এ সময় আওয়ামী লীগের লোকজন তাদের উপর হামলা করে বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে।
ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীরা আহত হন। চলতি বছরের ৫ আগষ্ট ফ্যসিস্ট সরকার বিদায় নিলে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গ্রামের গফ্ফার সরদারের ছেলে রুবেল সরদার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও মোঃ রশীদুজ্জামানসহ ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে চলতি বছরের ২৯ আগষ্ট মামলা দায়ের করেন। উক্ত মামলায় গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি গ্রামের মুছা জুয়াদ্দারের ছেলে গফ্ফার জোয়াদ্দার (৫৫), একই ইউনিয়নের গদাইপুর গ্রামের সোহরাব সরদারের ছেলে আজিজুল করিম খোকন (৫০), কয়রা উপজেলার নাকশা গ্রামের মৃত আব্দুস সাত্তার গাজীর ছেলে কয়রা উপজেলা কৃষকলীগের সভাপতি শাহিন গাজী (৪২)কে গ্রেফতার করে। এর আগে উক্ত মামলায় ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছিল। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, নাশকতা মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।