
মোহাম্মদ ওসমান(নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি)
নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিন লাখ টাকা জরিমানা আদায়সহ বিপুল পরিমাণ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে এবং ভাটার কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় ফরিদ কোম্পানির বিবিএম ব্রিকস ও শাহরিয়ার মো. বাবুর মালিকানাধীন এসএমবি ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। প্রসিকিউশন প্রদান করেন মো. রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।
অভিযানে পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী বিবিএম ব্রিকসকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ২ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
একই অপরাধে এসএমবি ব্রিকসকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট তিন লক্ষ টাকা জরিমানা














