
হিরামন মন্ডল সাগর :
বটিয়াঘাটার সাবেক ছাত্রসমাজ নেতা অসীম কুমার মল্লিক (৪২) আর নেই। সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন অসিম। রবিবার বিকালে খুলনা মহানগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরন করেন।
রবিবার সকালে নিজ বাড়ি বারোআড়িয়া গ্রামে আকষ্মিক ব্রেইন ষ্ট্রোক করেন তিনি। অসিম সদা হাস্যোজ্জ্বল ও মিষ্টভাষী সকলের প্রিয় মানুষ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও এক নাবালক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্য সৃষ্টি হয়। তাকে দেখতে একনজর অসংখ্য মানুষ মহানগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। রবিবার রাতে বারোআড়িয়া এলাকায় তার শেষকার্য সম্পন্ন করা হয়। তার এ অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবীর নেতৃবৃন্দ ও এলাকাবাসি। ##