সর্বশেষ:

পাইকগাছায় মুক্তিযোদ্ধা সোহরাব আলী গোলদার আর নেই

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের ভবানীপুর গ্রামের আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা সোহরাব গোলদার (৮২) সোমবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) ।

মৃত্যু কালে এক স্ত্রী ৪ ছেলে ১ কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার জোহর নামাজ বাদ শ্রীকন্ঠপুর উত্তর পাড়া ঈদগাহময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গাড অব অনার মাধ্যমে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। গার্ড অব অনার সালাম প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইফতেখারুল ইসলাম শামিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, যুদ্ধকালীন কমান্ডার সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিস্ত্রি, আব্দুর সবুর, ফয়জুল বারি,আব্দুল গফুর গোলদার, শেখ জামাল হোসেন, আব্দুল মাজেদ সরদার,দরগাপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সাওার, রাড়ুলী ইউনিয় পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম,পাইকগাছা থানা উপপরিদর্শক আতিকুর রহমান, উপজেলা বি এনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, সেচ্ছাসেবকদল উপজেলা সভাপতি মেছের আলী সানা,জামায়াত নেতা আব্দুস সালাম বিশ্বাস, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, রাড়ুলী ক্যাম্প ইনচার্জ কাজী নাগির শাকিল, এ এস আই রবিউল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, হাফেজ মইনুর রহমান।

জানাযার নামাজে প্রায় ৫ শতাধিক লোক শরীক হন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana