সর্বশেষ:

motsojibi narider khomotayone advocasy sova onusthito

মৎস্যজীবী নারীদের ক্ষমতায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

motsojibi narider khomotayone advocasy sova onusthito
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

মৎস্যজীবী নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। আইডিও সংস্থার বাস্তবায়নে এবং অক্সফাম এর অর্থায়নে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। আইডিও প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা সমবায় কর্মকর্তার প্রতিনিধি সহকারী পরিদর্শক মো. তোরাব আলী ও মোঃ আমির হোসেন, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, আইডিও’র মোঃ মনিরুজ্জামান ও হোসনেয়ারা খাতুন, মৎস্যজীবী নারীদের ক্ষমতায়ন প্রকল্পের মেঘনা গ্রুপের সভাপতি তেরেজা গোমেজ ও মেঘনা গ্রুপের সভাপতি মনিবালা দাশ।

এসময় মৎস্যজীবী নারীদের ক্ষমতায়ন প্রকল্পের নারী সদস্যরা উপস্থিত ছিলেন। পরামর্শ সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জেলে কার্ড ও প্রশিক্ষণ, মাছ ধরার আগে ও পরে করণীয় কি? এ সকল বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। মহিলা কর্মকর্তা রেশমা আক্তার গর্ভকালীন ভাতা, দর্জি, বুটি প্রশিক্ষণ প্রদান এর বিষয়ে অবহিত করেন এবং সমবায় প্রতিনিধি সমবায় ভিত্তিক রেজিস্ট্রেশনের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। সভায় সমস্ত জেলে সম্প্রদায়ের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী পরিষেবা নিশ্চিত করতে স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana