সর্বশেষ:

motso officer maa elish sonrokkhone ovizan

বটিয়াঘাটায় মৎস্য অফিসের মা ইলিশ সংরক্ষণে অভিযান

motso officer maa elish sonrokkhone ovizan
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে অভিযান করপছে।
রবিবার কাজীবাছা নদীতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার মিটার ইলিশ মাছ ধরা জাল ও ৮ কেজি ইলিশ মাছ জব্দ করে । পরবর্তীতে জব্দকৃত ইলিশ মাছ মাদ্রাসার এতিমদের মাঝে বিতরণ করেন। জব্দকৃত ইলিশ মাছ ধরা জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে ।

অভিযান পরিচালনা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমীর আলী, মেরিন অফিসার রতন চন্দ্র মন্ডল, আইন শৃংখলা বাহিনীর সদস্য পিয়াল কুন্ডু ও নাইম হায়দার সহ মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ । মৎস্য অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান এ প্রতিবেদক কে বলেন, “মা” ইলিশ সংরক্ষণে চলমান অভিযান অব্যাহত রয়েছে। মৎস্য অফিস সুত্রে জানাগেছে ,অভিযানে গেলে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। যার কারণে আমরা অভিযান পরিচালনা সঠিক ভাবে পরিচালনা করতে পারি না। স্থানীয়রা ও জেলেরা আমাদের উপর সশস্ত্র হামলা করে। গতকাল অভিযান করতে গেলে আমাদের উপর তারা সশস্ত্র হামলা করে আমাদের আহত করে। পরে থানা পুলিশের সহযোগিতায় আমরা অভিযান পরিচালনা করি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana