এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)
ঐতিহ্যবাহী খুলনার পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে তফসিল ঘোষণার পর প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। প্রার্থীদের লিফলেট এবং প্যানায় ছেয়ে গেছে মৎস্য আড়ৎ সহ গুরুত্বপূর্ণ স্থান সমূহ। লিফলেট বিতরণ সহ ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেছেন প্রার্থীরা। মোট ৯ টি পদের বিপরীতে ১৮ জন সম্ভাব্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন এমনটাই আভাস পাওয়া গেছে। সভাপতি পদে সম্ভাব্য দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন। এরা হলেন বর্তমান সভাপতি মোঃ জাকির হোসেন ও সাবেক সভাপতি আব্দুল জব্বার সরদার। সহ সভাপতি পদের সম্ভাব্য ৩ প্রার্থী হলেন মোঃ রেজাউল ইসলাম, সাংবাদিক খোরশেদ আলম ও মোঃ বাবলু সানা।
সম্পাদক পদে সম্ভাব্য ৩ প্রার্থী হলেন বর্তমান সম্পাদক ওবায়দুল হক মিঠু, সাবেক সম্পাদক স ম আব্দুর রব ও সাবেক সহ সভাপতি মোঃ বেল্লাল মোড়ল। কোষাধ্যক্ষ পদে দুই প্রার্থী হলেন হারুন অর রশীদ ও তাইজুল ইসলাম সানা। ৫ সদস্য পদে সম্ভাব্য ৮ প্রার্থী হলেন আব্দুল মালেক, আব্দুস সালাম সরদার, হাফিজুর রহমান, কামাল আহম্মদ, সালাউদ্দীন গাজী, কামাল হোসেন, সবুজ মিস্ত্রি ও ফুল মিয়া। তফসিল অনুযায়ী ৩০ এবং ৩১ ডিসেম্বর মনোনয়ন পত্র বিতরণ, ২ থেকে ৫ জানুয়ারি ২০২৫ মনোনয়ন পত্র জমা ও গ্রহণ। ৬ জানুয়ারি মনোনয়ন পত্র বাছায়। ৭ জানুয়ারি প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ। ৮ ও ৯ জানুয়ারি খসড়া তালিকার বিরুদ্ধে আপিল। ১২ থেকে ১৪ জানুয়ারি আপিল শুনানি ও নিষ্পত্তি। ১৫ জানুয়ারি চুড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। ১৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির। সহকারী হিসেবে রয়েছেন জেলা সমবায় পরিদর্শক আবু সাঈদ ও জেলা সহকারী প্রশিক্ষক এম রকিব হাসান।