কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধ কর্মসূচিতে অংশ গ্রহন শেষে বাড়ি ফেরার পথে গাড়ি চাপায় মো. আলামীন খান(৪৫) নামে একজন শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামীন খান শ্রেণিখালী গ্রামের লতিফ খানের ছেলে। তিনি স্থানীয় শহীদ শেখ রাসেল-মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। চাকুরী জাতীয় করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঢাকা থেকে শরণখোলাগামী ইমা পরিবহনের একটি গাড়ী বিপরীতগামী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ভানের যাত্রী শিক্ষক আলামীন। গুরুতর আহত হন ভ্যান চালক একই গ্রামের মশিউর রহমান খান(৫৫)।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত আলামীন খানের মরদেহ মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।