মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে একটি বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও মৎস্য ঘেরের মাছ ধরে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার সেনা ক্যাম্পে ভূক্তভোগী পরিবারের পক্ষে বাদশা শিকদার বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। একইদিনে বেলা ১১টায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।
লিখিত অভিযোগে বাদল শিকদার বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮, ৯ আগষ্ট দুদফায় ঘষিয়াখালী গ্রামের তার বাড়ীতে একই এলাকার ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল পরিকল্পিত ভাবে বসত গৃহে হামলা ও ভাংচুর চালিয়ে নগদ টাকা, স্বর্নলংকার সহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তার স্ত্রী হাফিজা আক্তার হামলাকারীদের বাধা দিলে তাকেও মারপিট করে আহত করে ফেলে রেখে যায়। দুবৃত্তরা পরেরদিন তার বাড়ীর সামনে মৎস ঘেরে জাল ফেলে গলদা,বাগদাসহ বিভিন্ন প্রকারের ৩ লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যায়। ঘটনার সময় তিনি তার অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য বাগেরহাট জেলা শহরে অবস্থান করছিলেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন তার আহত স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। পরবর্তীতে সন্ত্রাসীদের ভয়ে বাড়ীঘর ফেলে তারা পালিয়ে বেড়ায়।
কোথাও কোন অভিযোগ দিতে পারেনি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।সংবাদ সম্মেলনে বাদল শিকদার অঝোরে কেঁদে বলেন, কি অপরাধ করেছিলাম ? দিন রাত পরিশ্রম করে ব্যবসা করে ছেলে-মেয়ে পরিবার-পরিজন নিয়ে শান্তি প্রিয়ভাবে বসবাস করে আসছিলাম। ব্যাক্তিগত ভাবে কোন দলের সাথে সম্পৃক্ত নই। দুর্বৃত্তরা ভাংচুর চালিয়ে সবকিছু লুট করে নিলো তারপরেও সর্বশেষ ২৫ আগষ্ট দোকানে বিক্রির আড়াই লাখ টাকার ডিজেল ভাড়াটিয়া লোকজন এনে ট্রলার ভরে নিয়ে গেলো। তিনি এ ঘটনার বিচার দাবী করেন উর্দ্ধতন প্রশাসনের প্রতি।