কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও যথাযোগ্য মর্জাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়াম্যান মো.মোজাম্মেল হক মোজাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল। বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ মো. সামসুর রহমান, মুক্তিযোদ্ধা এবি.সিদ্দিকী, সাংবাদিক আবু সালেহ, মো.শাহ আলম তালুকদার।