সর্বশেষ:

যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

মোরেলগঞ্জে যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
Facebook
Twitter
LinkedIn

কলি আক্তার

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: সাহসে সংগ্রামে অবিচল আস্থায় “সত্যের সন্ধানে নির্ভীক” এই শ্লোগানকে সামনে রেখে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকা যুগান্তরের ২৪ বছর পূর্তি ও ২৫ বছরে পদার্পণ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে স্বজন সমাবেশের আয়োজনে আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় মোরেলগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন একটি মিলনায়তনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বজন সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. লোকমান হাকীম।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, মোরেলগঞ্জ সরকারি এসএম কলেজের অধ্যক্ষ(অব.)শাহাবুদ্দিন তালুকদার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, দৈনিক জনতা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রজিব আহসান রাজু, পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে হেমায়েত হোসেন হিমু, মল্লিক আবুল কালাম খোকন, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংবাদিক কলি আক্তার, উপজেলা মৎস্যজীবীলীগ সাধারণ সম্পাদক মো. আল-অমীন, স্বজন সমাবেশ নেতা সমাজ সেবক মোস্তাফিজুর রহমান নান্নুসহ স্বজন সমাবেশের সদস্যবৃন্দ।
স্বাগত বক্তব্যে যুগান্তরের পথচলার ২৪ বছরের সংক্ষিপ্ত পরিক্রমা তুলে ধরেন পত্রিকাটির মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি ও মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম রফিকুল ইসলাম মাসুম।

আলোচনা সভা শেষে কেক কাটা এবং অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উল্লেখ্য প্রতি বছর ১ ফেব্রুয়ারি যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ফেব্রুয়ারি মাসব্যাপি অনুষ্ঠানের অংশ হিসেবে মোরেলগঞ্জে ২২ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান পালিত হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana