আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ প্রতিনিধি।
মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীমের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের প্রশাসনিক কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
যাচাই-বাছাই কার্যক্রমে সংশ্লিষ্ট প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র পর্যালোচনা করা হয়।রিটার্নিং অফিসার জানান,দাখিলকৃত কাগজপত্রে কোনো ধরনের আইনগত ত্রুটি না থাকায় মনোনয়নটি বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে অধ্যাপক এবিএম ফজলুল করীম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন।
তিনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার নায়েবে আমির নূরুল হক পাটোয়ারী।
এছাড়া বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মুন্সীগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী উপস্থিত ছিলেন।টঙ্গীবাড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী ইকবাল হোসাইনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।মনোনয়ন বৈধ ঘোষণার খবরে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।নেতারা জানান,শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রত্যাশা করছেন তারা।
অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও সেবামূলক রাজনীতির অঙ্গীকার ব্যক্ত করেন।নির্বাচনকে ঘিরে মুন্সিগঞ্জ-২ আসনে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনার।