পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার চাঁদখালীর ফতেপুর আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফতেপুর মোক্তার স্মৃতি সংঘ এ খেলার আয়োজন করে। অনুষ্ঠিত ফাইনাল খেলায় ধামরাইল টাইগার স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফতেপুর মোক্তার স্মৃতি সংঘ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে আজিজুল ইসলাম সরদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাজমুল হুদা মিন্টু। উপস্থিত ছিলেন কুদ্দুস মোড়ল, জহুরুল সরদার, আরো সরদার, ফিরোজ সরদার, হাসানুর সরদার, সাইফুল ইসলাম, তৈয়েবুর রহমান, ইব্রাহিম শেখ, শুকুর সরদার, পান্না গাজী ও ফরাস সরদার।