পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মহিলা ইউপি সদস্য ও তার পিতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে । গত ৮ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চাঁদখালী’ ইউনিয়নের গজালিয়ার জাহাঙ্গীর মাষ্টারের জমিতে জখম করার এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষ মা-ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।
এদিকে ইউপি সদস্যকে জখমের নিন্দা জানিয়ে চাঁদখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন সরদারসহ ইউপি সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চাঁদখালী’র ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এস্নেয়ারা বেগম জানান, ঘটনার দিন আমার পিতা লিয়াকত সরদার শিক্ষক জাহাঙ্গীরের কথা মতো গজালিয়াতে তার জমিতে নাড়া( খড়) কাটতে যায়। কিন্তু এর পুর্বে কোন কিছু না জানিয়ে স্থানীয় রফিকুল মিস্ত্রীর স্ত্রী আকলিমা ও ছেলে রুবেল এ জমিতে ( খড়) নাড়া কাটতে থাকে। লিয়াকত সরদার নিষেধ করায় এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটা-কাটি শুরু হয়। এক পর্যায়ে আমার পিতাকে মারপিট করে এবং কাঁচি দিয়ে পিতার বাম হাত জখম করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঠেকাতে গেলে আকলিমা আমার উপর হামলা করে তার হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে আমার কপালে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে।এরপর ছেলে রুবেল হেনস্থা করে। পরে স্থানীয় লোকজন আমাদের দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ইউপি সদস্যের স্বামী লস্করের আলমতলা গ্রামের আবুল হোসেন জমাদ্দার বাদি হয়ে রফিকুলের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সাবজেল হোসেন বলেন ,মহিলা ইউপি সদস্যকে মারপিটের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।