এইচ এম সাগর (হিরামন) খুলনা :
রবিবার উপজেলার আমিরপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মহসিন মুন্সী উপর সন্ত্রাসী হামলা চালায় স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ নাজমুল শেখ, গোলাম রসুল,মোঃ ইনামুল শেখ (এনা) সহ অজ্ঞানামা আরো ১৫-২০ জন মিলে তাকে এলোপাথাড়ি ভাবে মারধর করার ফলে ভিকটিমের ডান পা ভেঙে যায়। তাহার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বরিবার বিকেলে উপজেলা যুবদলের পক্ষ থেকে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা যুবদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক নীরু, সদস্য সচিব বাদুর মুন্সি, যুগ্ম আহবায়ক শফিকুল মোল্লা শফিক, সাবেক জেলার বনবিষয়ক সম্পাদক রেজাউল করিম, হাফিজুর রহমান, বাবু, কৃষক দলের আহবায়ক আবুল হোসেন, সদস্য সচিব বাপ্পি খান, যুবদল নেতা বাদল, বিল্লাল, সোহাগ, শফিকুল ইসলাম, শফি, মামুন, বাদল, কবীর, মিন্টু, মাসুম বিল্লা, হাফিজ, মাশকুর রহমান, সাঈদ, লিটন, জাকারিয়া মোড়ল, রবি, আজিম মিয়া, শেখ শহিদুল, বিশ্বজিৎ, কাশেম, জাহাঙ্গীর, ইউসুফ গাজী, মানিক, ইমরান, রুমি, মাহবুব, আজিম, মাসুম, রাসেল শেখ, সোহাগ শেখ, মাসুম শেখ সহ যুবদলের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ মানববন্ধন ও মিছিলে অংশগ্রহণ করেন।