সর্বশেষ:

moha nam joggo poridorshon korlen abdul majid

১১২ তম কেন্দ্রীয় মহা নামযজ্ঞ পরিদর্শন করলেন ডাঃ আব্দুল মজিদ

moha nam joggo poridorshon korlen abdul majid
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ২৪ প্রহর ৩ দিন ব্যাপী ১১২তম কেন্দ্রীয় মহা নামযজ্ঞ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার সন্ধ্যায় মহা নামযজ্ঞ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে নামযজ্ঞের শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম উপজেলা কেন্দ্রীয় সর্বজনীন তারকব্রহ্ম এ মহা নামযজ্ঞের আয়োজন করে। ১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয় মহা নামযজ্ঞ। প্রদীপ প্রজ্বলন, মঙ্গল ঘট স্থাপন, শুভ গন্ধাধিবাস, ভাগবত আলোচনা, মহানাম সংকীর্তন ও ভোগরাগ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি ও পূজা অর্চনার আয়োজন করা হয়। শনিবার ছিল মহা নামযজ্ঞের শেষ দিন। এদিন সন্ধ্যায় মহা নামযজ্ঞ পরিদর্শন করেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। এসময় উপস্থিত ছিলেন মহা নামযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি হরেকৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, পৌর বিএনপি নেতা মোস্তফা মোড়ল, এডভোকেট সাইফুদ্দিন সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, বিএনপি নেতা প্রভাষক আবু সালেহ ইকবাল, মাষ্টার বাবর আলী গোলদার, মোস্তাফিজুর রহমান লিপটন, ইউপি সদস্য আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক নেতা মোখলেছুর রহমান কাজল, কল্লোল মল্লিক, অসীম রায় চৌধুরী, প্রজিৎ কুমার রায়, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, এসএম বাবুল আক্তার, আলাউদ্দিন রাজা, শহিদুর রহমান , শামসুজ্জামান জামান, আবু হানিফ মিলন, শেখ কামরুল হাসান, সন্তোষ সরদার, পার্থ সারথি সরকার,, মিলন রায় চৌধুরী, রঞ্জন কুমার, রবীন্দ্রনাথ বিশ্বাস ও জগ্ননাথ দেবনাথ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana