
আবু-হানিফ,(বাগেরহাট)প্রতিনিধিঃ
রামপালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে পরিচালিত মোবাইল কোর্টে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার উজলকুড় এলাকার রনসেনস্থ টু স্টার বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। রামপাল উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী মোবাইল কোর্টে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ১টি মামলায় ১ জনকে অভিযুক্ত করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে।















