সর্বশেষ:

স্বর্ণ ছিনতাই

মোরেলগঞ্জে ১৭০ ভরি স্বর্ণ ছিনতাই

স্বর্ণ ছিনতাই
Facebook
Twitter
LinkedIn

কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে গতিরোধ করে গলায় ফাঁস লাগিয়ে মিলন কর্মকার নামে এক ব্যবসায়ীর মটরসাইকেলসহ ১৭০ ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে গেছে দুবৃত্তরা।ঘটনাটি ঘটেছে ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জ পৌর সদরের সেরেস্তাদারবাড়ি আবাসিক এলাকার একটি সড়কে । ছিনতাই হওয়া স্বর্ণর্ মূল্য প্রায় পৌনে ২ কোটি টাকা।

এ ঘটনায় থানা পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি।এদিকে শনিবার সকালে পানগুছি নদীর তীরে পরিত্যাক্ত অবস্থায় স্বর্ণ ব্যবসায়ীর ছিনতাই হওয়া মটরবাইকটি পাওয়া যায়।

ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী মিলন কর্মকার জানায়, আমি মোরেলগঞ্জ বাজারের নিলয় জুয়েলার্সের স্বত্বাধিকারী।প্রতিদিনের ন্যায় আমি আমার দোকান বন্ধ করে বিদুৎ চালিত মোটরবাইক যোগে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে একটি মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী আমার বাইকের গতিরোধ করে আমার গলায় ফাঁস লাগিয়ে আমাকে অচেতন করে ফেলে তদয়ে আমার বাইকটি নিয়ে চলে যায়। বাইকটির সিটের নিচের ডিগিতে আমার এবং আমার শ্যালক সুমনের নিধিমনি জুয়েলার্সের ১৭০ ভরি স্বর্ণ রাখা ছিল। বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় পৌনে ২ কোটি টাকা।

খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ- ডিবি ও পিবিআইয়ের দু‘টি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, আজ ২৪ ফেব্রুয়ারি শনিবার সকালে পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় পানগুছি নদীর তীর থেকে পরিত্যাক্ত অবস্থায় ওই স্বর্ণ ব্যবসায়ীর বাইকটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মালামাল উদ্ধারের চেষ্টাসহ ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana