
বিশেষ প্রতিনিধি:
খুলনার গল্লামারি এলাকার আল বারাকাহ সুপার মার্কেটের ভেতরে নারী হোটেল মালিক আসমা সুলতানা”র ওপর প্রতিদ্বন্দ্বী হোটেল মালিক ও তার লোকজনের সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে,গতকাল শনিবার বিকালে গল্লামারি আসমার নিজের হোটেলের ভিতরে। গুরুতর আহত অবস্থায় আসমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী হারা বিধবা আসমা সুলতানা দীর্ঘদিন ধরে আল বারাকাহ সুপার মার্কেটের ভেতরে ছোট একটি হোটেল দিয়ে ব্যবসা করে আসছে। নিজের পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি ধীরে ধীরে ব্যবসায় স্থিতি আনেন। কিন্তু পাশের হোটেলের মালিক সুলায়মান ও তার স্ত্রী শুরু থেকেই বিষয়টি ভালোভাবে নেয়নি। তাদের কুদৃষ্টি পড়ে তার উপর। তারা আসমাকে মার্কেট থেকে তাড়ানোর জন্য নানা রকম ভয়ভীতি, হুমকি ও নির্যাতন চালিয়ে আসছে।
ভুক্তভোগী আসমার অভিযোগ, সুলায়মান এর আগেও তার ওপর একাধিকবার শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির চেষ্টা করেছে। সর্বশেষ শনিবার বিকেলে সুলায়মান তার কর্মচারী মিজানকে দিয়ে হোটেলে হামলা চালায়। হামলায় আসমার হাত ভেঙে যায় এবং গুরুতর আহত। অতর্কিত হামলায় হোটেলের ভাত-তরকারি নষ্ট হয়ে প্রায় ২০-২৫ হাজার টাকার মালামালের ক্ষতি হয়।
এছাড়া শারীরিক নির্যাতনের সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন আসমা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আসমা সুলতানা একজন পরিশ্রমী নারী উদ্যোক্তা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত সুলায়মানের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয় হবে।















