সর্বশেষ:

naragati blood bank

“মানবতার ফেরিওয়ালা” নড়াগাতি ব্লাড ব্যাংক

naragati blood bank
Facebook
Twitter
LinkedIn

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার মূলশ্রী গ্রামে অসহায় প্রতিবন্ধী ফেরদাউস মল্লিককে হুইল চেয়ার উপহার দিয়েছে নড়াগাতি ব্লাড ব্যাংক । সোমবার (১৭ ফেব্রুয়ারী) নড়াগাতী ব্লাড ব্যাংক গ্রুপের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে হুইল চেয়ারটি বিতরন করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম, নড়াগাতী ব্লাড ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ রোমান মোল্যা, স্বেচ্ছাসেবক আমানত ইসলাম পারভেজ, চৌধুরী মনিরুজ্জামান, মোঃ হাচিবুর রহমানসহ প্রতিবন্ধীর পরিবার।

এরই মধ্যে সবার মাঝে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাতিও অর্জন করেছে নড়াগাতি ব্লাড ব্যাংক গ্রুপ। এক ঝাঁক তরুনের উদ্যোগে সৃষ্টি হয়েছে এই মানবতার গ্রুপটি। প্রতন্ত অঞ্চলে দরিদ্র খেটে খাওয়া অসহায় সাধারন মানুষগুলো যাতে রক্তের অভাবে মারা না যায় সে দৃঢ় প্রত্যয় নিয়ে বিনামূল্যে রক্তদান শুরু করেছিল নড়াগাতী ব্লাড ব্যাংক গ্রুপ।  ক্রমান্বয়ে বিনামুল্যে নড়াগাতী থানার ৬টি ইউনিয়নে রক্তের গ্রুপ নির্নয়, করোনাকালিন সময়ে যেখানে সারা পৃথিবী স্তব্দ! সেখানে এ সংগঠনের সেচ্ছাসেবীরা সাধারন মানুষের দোড়গোড়ায় পৌছে দিয়েছে খাদ্য সামগ্রী, বিনামূল্যে অক্সিজেন সেবা এবং মাঠে থেকে সচেতনতামূলক দিকনির্দেশনায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে তারা। এছাড়াও রমজানে মাসে এতিমদের মাঝে ইফতার বিতরন, শীত মৌসুমে অসহায়দের বাড়িতে বাড়িতে গিয়ে ২ লক্ষাধিক টাকামুল্যের শীতবস্ত্র উপহার, দুর্ঘটনায় কবলিত পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ান, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, অসহায়দের মাঝে রিক্সা বিতরনসহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

এমন মানবিক কাজের সাথে যুক্ত থাকতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন সংগঠনের মানবিক সদস্যরা। তবে তারা মনে করেন, সমাজের বৃত্তবানরা যদি এই মানবিক কাজে সাহায্যের হাত বাড়ান তাহলে এ সংগঠন আগামীতে অসহায় মানুষের জন্য আরো বেশি কাজ করে এগিয়ে যেতে পারবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana