সর্বশেষ:

manob bondhon noraile kaliya sangbadiker upor hamlar protibade

কালিয়া মানববন্ধন নড়াইলের কালিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে

manob bondhon noraile kaliya sangbadiker upor hamlar protibade
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া(নড়াইল)প্রতিনিধিঃ

নড়াইলে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কালিয়া প্রেসক্লাবের সামনে, কালিয়ার উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গোলাম মোর্শেদ, মোঃ বাবর আলী, রাসেদ কামাল, হাসিবুর রহমান, আমানত ইসলাম পারভেজ, শাফায়েত হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান চৌধুরী, মোঃ বাবলু মল্লিক, খাইরুল আলম চৌধুরী, রাসেল মোল্লা, মামুন মোল্লা, শেখ উজ্জ্বল চৌধুরী জুয়েল রানা।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে- এটা নিরাসন জরুরি। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে। এসময় মানববন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা হামলার৷ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় মানববন্ধনে নড়াইল ও কালিয়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার লোহাগড়া থেকে নড়াইল ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana