
জি, এম, আব্দুস ছালাম।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেঘনা কোম্পানির ট্যাঙ্ক লরি ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত ও৪ জন আহত হয়। যাত্রীরা সকলেই কয়রা উপজেলার বিভিন্না গ্রামের বাসিন্দা। দুর্ঘটনাটি খুলনা সাতক্ষীরা মহা সড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের রাহা বাড়ীর সামনে ঘটেছে।
খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শিমুল মন্ডল জানান খুলনা থেকে মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী লরিটি খুলনা সাতক্ষীরা মহা সড়ককের গোলনা নামক স্থানে পৌঁছালে কয়রা উপজেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাহিন্দ্রার চালক রফিকুল ইসলাম,যাত্রীআব্দুর রসিদ,ও হাফেজ মহিনুর সানা মারা যায়। আহত ইউনুস মোড়ল,মনিরুজ্জামান, আব্দুস সাত্তারও মইনুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাজেদা বেগম জানান হাসপাতালে আহতদের মধ্যে ২ জন মারা যায়। একজন ঘটনাস্থলেই মারা যান। সকলে মারাত্নক অসুস্থ থাকায় কোন ঠিকানা বা নাম জানা সম্ভব হয়নি। তবে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আহত ও নিহতদের পরিবারের সদস্যদের দেয়াতথ্যে জানা যায় খুলনায় একটি সমাবেশে যোগদানের উদ্দেশ্য তারা কয়রা থেকে মাহিদ্রা ভাড়া করে যাচ্ছিল।