সর্বশেষ:

madok niyontron ovijan

পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী তরিকুল গ্রেফতার

madok niyontron ovijan
Facebook
Twitter
LinkedIn

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

গাইবান্ধার পলাশবাড়ীতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী তরিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার(২০ সেপ্টেম্বর)দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ।এরআগে শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি কালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তরিকুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ধাঙ্গিপুকুর (গুচ্ছগ্রাম) এলাকার মোশারফ ইসলামের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, ঢাকা- রংপুর মহাসড়কের পলাশবাড়ী জিরোপয়েন্ট চারমাথা ঘেঁষে ঘোড়াঘাট সংযোগ সড়কে বিভিন্ন যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী কালে পৃথক দুই ব্যাগে থাকা সাড়ে ৪ কেজি গাঁজা জব্দসহ তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

ধৃত তরিকুল বিক্রয়ের উদ্দেশ্যে এসব গাঁজা পাচার করছিলেন। যার বর্তমান বাজার মূল্য ৯০ হাজার টাকা। এব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana