মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল
২০২৫-২৬ অর্থবছরে তেলজাতীয় উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর অংশ হিসেবে নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) কালিয়া উপজেলার আমতলা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সরিষা-বোরো-রোপা আমান ফসল প্যাটার্নে উন্নত কৃষি প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি তুলে ধরা হয়। প্রদর্শনীতে ব্যবহৃত সরিষার জাত ছিল বারি সরিষা-১৪, যা উচ্চ ফলনশীল ও স্বল্প মেয়াদি হওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল। তিনি বলেন, “দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণে তেলজাতীয় ফসল উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষক যেমন লাভবান হবে, তেমনি দেশও উপকৃত হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), খামারবাড়ি, নড়াইল এবং কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প, খুলনা অঞ্চল। তারা প্রকল্পের লক্ষ্য, সম্ভাবনা এবং মাঠ পর্যায়ে এর বাস্তব সুফল নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার, কালিয়া, নড়াইল। তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, প্রদর্শনী ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে, যা ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতিত্ব করেন মোঃ আরিফুর রহমান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নড়াইল। তিনি কৃষকদের উদ্দেশ্যে উন্নত ফসল চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং মাঠ পর্যায়ে কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনার মাধ্যমে কৃষকদের মাঝে তেলজাতীয় ফসল চাষে উৎসাহ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালিয়া, নড়াইল।